শূন্যপদ: কলকাতা পুলিশের সাউথ ডিভিশন ২০, সাউথ সাব-আরবান ডিভিশন ৪০, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ১৫ টি পদ রয়েছে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী বয়সসীমা ২০ থেকে ৬০ বছর।
যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। কলকাতা পুলিশ জুরিসডিকশন অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার। এনসিসি/বয় স্কাউট/এনসিসি গাইড/সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হলে অগ্রাধিকার। কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকতে হবে। ওয়্যারলেস ব্র্যাঞ্চের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।
আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হব।সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদন জমা করে আসতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিজের অ্যাটেস্ট করা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একটি পাসোর্ট সাইজ নিজের অ্যাটেস্ট করা ছবি, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। একটার বেশি ইউনিটে আবেদন করলে বাতিল করে দেওয়া হবে। আবেদন পত্রের খামের উপর উল্লেখ করে দিতে হবে “”
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা –