৩০০০ শুন্য পদে নিয়োগ কনস্টেবল ও লেডি কনস্টেবল আবগারি দপ্তরে
৩০০০ শুন্য পদে ,কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে আবগারি বিভাগে .বিজ্ঞপ্তি অনুযায়ী সাব-অর্ডিনেট আবগারি সার্ভিসের জন্য কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত নিম্নে দেওয়া হলো —-
শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে অন্তত মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
আবেদনপদ্ধতি: আগামী ১১ মার্চ থেকে অনালাইনে এবং অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে আগামী ১০ এপ্রিল ২০১৯ পর্যন্ত।
শারীরিক যোগ্যতা:
সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৭ সেমি,গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, এসটি প্রার্থীদের জন্য উচ্চতা ১৬০ সেমি বিস্তারিত বিজ্ঞপ্তিতে এ পাবেন .
আবেদন ফী –All categories except Scheduled Caste/Scheduled Tribe (of West Bengal only) Rs. 200+20( service charge)=220
Scheduled Caste (West Bengal only)-RS 20
Scheduled Tribe (West Bengal only)-RS 20
প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, ১০০ নম্বরের। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এক ঘণ্টার পরীক্ষা। বাংলা ও নেপালি ভাষায় প্রশ্ন হবে। ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর জেনারেল অ্যাওয়্যারনেস এবং জেনারেল নলেজ, ৩০ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক মানের) ও ২০ নম্বরের রিজনিং থাকবে। ১টি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। পিএমটি ও পিইটি পরীক্ষায় উত্তীর্ণদের ফাইনাল লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেটা হবে ৮০ নম্বরের। তাতেও এমসিকিউ প্রশ্ন হবে, এক ঘণ্টার পরীক্ষা, বাংলা ও নেপালি ভাষায় প্রশ্ন
বর্তমান সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Final%20Creative%20-%20090319.pdf
সম্পুর্ন বিজ্ঞপ্তি টি দেখুন –http://wbpolice.gov.in/writereaddata/wbp/Information%20to%20applicanats%20Online%20for%20Excise%20Constable-2019.pdf
অফিসিয়াল ওয়েবসাইট –http://wbpolice.gov.in