General Knowledge In Bengali
ভারতের একমাত্র কোন রাজ্যে কেশর চাষ হয়?
উত্তর: জম্মু ও কাশ্মীর
পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন?
উত্তর: রাজ্যসভা
উত্তর: রাজ্যসভা
প্রথম কোথায় সবুজ বিপ্লব -এর সূচনা হয়?
উত্তর: পাঞ্জাব ও হরিয়ানা
উত্তর: পাঞ্জাব ও হরিয়ানা
নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন কে?
উত্তর: বিদ্যাদেবী ভান্ডারি
উত্তর: বিদ্যাদেবী ভান্ডারি
জাতীয় অগ্নি পরিসেবা দিবস কবে পালিত হয়?
উত্তর: 14 এপ্রিল
উত্তর: 14 এপ্রিল
গদর পার্টি কোথায় গঠিত হয়?
উত্তর: সানফ্রান্সিসকো
উত্তর: সানফ্রান্সিসকো
পি এন ঠাকুর কার ছদ্মনাম?
উত্তর: রাসবিহারী বসু
উত্তর: রাসবিহারী বসু
উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গুয়াহাটি
উত্তর: গুয়াহাটি
ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় কী?
উত্তর: সোডিয়াম থায়োসালফেট
উত্তর: সোডিয়াম থায়োসালফেট
ক্রল’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: সাঁতার
উত্তর: সাঁতার
কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর: নর্মদা
উত্তর: নর্মদা
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: এম এন যোশী
উত্তর: এম এন যোশী
ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হন?
উত্তর: দাদাভাই নৌরজি
বিশ্ব পর্যাটন দিবস কবে পালন করা হয়?
উত্তর: 27 সেপ্টেম্বর
উত্তর: 27 সেপ্টেম্বর
বিদেশে ভারতের রাষ্ট্রদূতদের নিয়োগ করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
উত্তর: রাষ্ট্রপতি
ভার্বি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ঘোড়দৌড়
উত্তর: ঘোড়দৌড়
বৈদিক যুগে বৃক্ষের দেবতা কে ছিলেন?
উত্তর: সোম
উত্তর: সোম
ইলেকট্রিক চার্জ সঞ্চয় করতে কি ব্যবহৃত হয়?
উত্তর: ক্যাপাসিটার
উত্তর: ক্যাপাসিটার
ক্যাডমিয়াম দূষনের ফলে কোন রোগটি দেখা যায়?
উত্তর: ইটাই ইটাই
উত্তর: ইটাই ইটাই
পৃথিবীর কেন্দ্রমন্ডল কী নামে পরিচিত?
উত্তর: নিফে
উত্তর: নিফে
ভারতের national anthem বা জাতীয় স্তোত্র নিয়ে কিছু প্রশ্ন General Knowledge In Bengali
ভারতের national anthem বা জাতীয় স্তোত্র এর নাম কি – “জনগণমন-অধিনায়ক জয় হে “।
ভারতের জাতীয় স্তোত্র এর রচয়িতা কে -রবীন্দ্রনাথ ঠাকুর।
ভারতের জাতীয় স্তোত্র এর রচয়িতা কে -রবীন্দ্রনাথ ঠাকুর।
এই গানটিকে ভারতের জাতীয় হিসেবে কবে গ্রহণ করা হয় -24 january 1950 সালে ।
এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় -রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়।
প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কী ছিল -ভারত বিধাতা।
এই গানটিকে কে ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজিতে এই কবিতার নাম কি ?-রবীনাথ ঠাকুর ; দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া ।
এই গানটির কটি স্তবক ও সৈন্যবাহিনী কটি গাইতে পারে ? -পাঁচটি ,একটি স্তাবক ।
গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল?- 27 শে ডিসেম্বর 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে ।
কারা এই গানটিকে জাতীয় স্তোত্র রূপে গ্রহণ করে?- ভারতের সংবিধান সভা ।
ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
এই গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয় এবং কত সালে?- “আনন্দমঠ” ,এটি প্রকাশিত হয় 1884 সালে।
এই গানটি প্রথম কবে গাওয়া হয়? – 1896 খ্রিস্টাব্দে ,কংগ্রেসের জাতীয় অধিবেশনে।
এই গানটিকে ইংরেজি অনুবাদ করেছিলেন?- অরবিন্দ ঘোষ।