D.EL.ED NOTIFICATION 2019 | ডিএলএড বিজ্ঞপ্তি
রাজ্যে দু বছরের ডিএলএড কোর্সের পরীক্ষায় যাঁরা অসফল হয়েছেন বা সেই সমস্ত candidate রা যদি কোর্স কমপ্লিট করতে চান তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তাঁদের ওই পরীক্ষায় বসার জন্য অনলাইন আবেদন করতে হবে আগামী ১০-১১ ডিসেম্বরের মধ্যে। এই দু-লিঙ্কের যে-কোনোটিতে: www.wbbpe.org বা http://wbprimaryeducation.org
অফিসিয়াল নোটিফিকেশন দেখুন -: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/NOTICE_Unsuccessful_Candidates.pdf
ওই সাইটে রেজিস্ট্রেশন নম্বর দিলে আবেদনের ফর্ম খুলে যাবে। তাতে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে, নির্দেশমতো প্রাসঙ্গিক প্রমাণ পত্রাদির স্ক্যান করা ইমেজ আপলোড করতে হবে ও ফি হিসাবে অনলাইনেই দিতে হবে ৬০০ টাকা।
বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন
ডিএলএড শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও বলা হয়েছে ১১ ডিসেম্বরের মধ্যে নিজেদের সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের আপলোড করা তথ্যাদি মিলিয়ে দেখে দিতে
বি .দ্র —এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি টা সবাই কে শেয়ার করুন যারা এখনো ডি এল এড কমপ্লিট করতে পারেনি তাদের কাছে এই বিজ্ঞপ্তি খুব গুরুত্বপূর্ণ …. আর ফেসবুক পেজে যুক্ত হন এই রকম নোটিফিকেশন পেতে হলে – আমাদের ফেসবুক পেজে যুক্ত হন এখানে ক্লিক করুন