শিলিগুড়ি পৌর এলাকার জন্য ৭৪টি অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ
মাইনে – মাসে মোট ৩১২৫ টাকা।
যোগ্যতা: সংস্লিষ্ট ওয়ার্ডের বস্তি/দুর্দশাগ্রস্ত এলাকার বিবাহিত/পতিবিচ্ছিন্না/বিধবা মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছরের মহিলা প্রার্থীরা আবেদন করার যোগ্য।
শূন্যপদ ৭৪টি। এর মধ্যে অসংরক্ষিত পদ ৩৯, এসসি ১৭, এসটি ৫, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৬ টি পদ রয়েছে।
আবেদন পত্রের লিঙ্ক ও বিস্তারিত এখানে পেয়ে যাবেন : http://siligurismc.in/userfiles/file/recrutment%20health-min-ilovepdf-compressed.pdf
আবেদন পদ্ধতি: আগামী ২১ জানুয়ারি বিকেল সাড়ে চারটের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন পত্রে নিজের ওয়ার্ড নম্বর উল্লেখ করে দিতে হবে।
পোস্ট তারিখ-1/4/2019
শিলিগুড়ি পৌর এলাকার জন্য ৭৪টি অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ
west bengal govt jobs |২৫০০ কর্মী নিয়োগ আবগারী দপ্তরে
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যে এবার তৈরি হতে চলেছে আবগারি থানা। মূলত বেআইনি মদ বিক্রি রুখতে মন্ত্রিসভায় আবগারি থানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
কি কি পোস্ট এ নিয়োগ হবে
২৩৪ জন এসআই, ৫৮৫ জন এএসআই এবং ১৭৫৪ জন আবগারি কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী ২ – ৩টি থানা এলাকা মিলিয়ে একটি আবগারি থানা তৈরী হবে । প্রায় ১১৭টি আবগারি থানা নির্মান প্রয়োজন |
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই আড়াই হাজার নতুন আবগারি বিভাগে নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তি সম্বন্ধে খবর থাকলে তা অবশ্যই বেঙ্গলী রিডার এর পোর্টালে জানিয়ে দেওয়া হবে।
পোস্ট তারিখ-1/3/2019
west bengal govt jobs | ইনস্ট্রাক্টর ইন চাইল্ড ডেভেলপমেন্ট ও টাইপিস্ট
ইনস্ট্রাক্টর ইন চাইল্ড ডেভেলপমেন্ট ও টাইপিস্ট নিয়োগ করবে শান্তিনিকেতনের এল্ম্হার্স্ট ইনস্টিটিউট অব কমিউনিটি স্টাডিজ। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
সরাসরি ইন্টারভিউ হবে আগামী ৮ জানুয়ারি বেলা ১১টায়। ওইদিন নিজের বায়োডেটা, যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের মূল ও ১ সেট জেরক্স সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে।
যোগ্যতা-লাগবে হোম সায়েন্স/ হিউম্যান ডেভেলপমেন্ট/ সাইকোলজি/ এডুকেশন (ইসিসিই)/ হোম সায়েন্স (সিডি)-তে মাস্টার ডিগ্রি বা এমএ (বিএড)।
টাইপিস্ট পদের জন্য যোগ্যতা- দরকার অন্তত গ্র্যাজুয়েট ডিগ্রি, সঙ্গে কম্পিউটার জানা ও মিনিটে ৩০ শব্দ টাইপ করার গতি। সাম্মানিক দেওয়া হবে মাসে ৭৫০০ টাকা।
বয়সসীমা –৪০ বছর
বেতন -মাসে ১০০০০ টাকা।
ঠিকানা:
Secretary (Officiating), Elmhirst Institute of Community Studies, Santiniketan, Birbum
পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.birbhum.gov.in/Jobs/DSWO_Job2_241218.pdf