১.প্রশ্ন:বাঁকুড়া কোন নদীর তীরে ?
উত্তর:দ্বারকেশ্বর।
২.প্রশ্ন:নীলাভ-সবুজ শৈবালের নাম কি?
উত্তর:নস্টক।
৩.প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর:– 1761
৪.প্রশ্ন:টাকলা মাকান হল একটি ?
উত্তর:– মরুভূমি।
৫.প্রশ্ন:পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: – ওড়িশা।।
৬.প্রশ্ন:ব্লিচিং পাউডারের মধ্যে ঝাঁঝালো গন্ধের কারণ কি ?
উত্তর:– CL২
৭.প্রশ্ন:রাবারকে শক্ত করতে কোন পদার্থ ব্যবহৃত হয়?
উত্তর:– গন্ধক।।
৮.প্রশ্ন:ইলেকট্রনিক্স শুরু করে থেকে?
উত্তর:ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।
৯.প্রশ্ন:একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা যায় ?
উত্তর:কাজিরাঙা।।
১০.প্রশ্ন:কঙ্গো-নামে দেশের প্রাচীন নাম ছিল?
উত্তর:জাইরে । ।
১১.প্রশ্ন:মানুষের ফুসফুসের আবরণীকে বলে?
উত্তর:প্লুরা।
১২.প্রশ্ন: UNHCR এর সদর দপ্তর ?
উত্তর:জেনেভা।।
১৩.প্রশ্ন: ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী হলেন?
উত্তর:বল্লবভাই প্যাটেল।
১৮.প্রশ্ন: সুন্ডা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তর:জাভা ও সুমাত্রা।
Bengali general knowledge
১৫.প্রশ্ন: ‘গণদেবতা’ বইটির রচয়িতা?
উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।।
১৬.প্রশ্ন: ‘দুর্গেশ নন্দিনী’ বইটি কার লেখা
উত্তর: – বঙ্কিমচন্দ্রের।
১৭.প্রশ্ন:ম্যাকমোহন লাইন’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত
উত্তর:– ভারত ও চীন
১৮.প্রশ্ন: ইরাকের মুদ্রার নাম কি
উত্তর:– রিয়াল।
১৯.প্রশ্ন: ‘অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন
উত্তর: – বি. ডি. সাভারকর।।
২০.প্রশ্ন:ডালহৌসী শৈলশহর কোন রাজ্যে অবস্থিত
.উত্তর:– হিমাচল প্রদেশ।
২১.প্রশ্ন: ‘দেবদাস’ গ্রন্থের রচয়িতা হলেন –
উত্তর:শরৎচন্দ্র।।
২২.প্রশ্ন:থোরিয়াম উৎপাদনে কোন দেশ প্রথম
উত্তর: আমেরিকা
২৩.প্রশ্ন:Sports museum’ কোথায় অবস্থিত
উত্তর:– পাতিয়ালা।
২৪.প্রশ্ন:কানহা ন্যাশনাল পার্ক’ কোন রাজ্যে অবস্থিত
উত্তর:- মধ্যপ্রদেশ।
২৪.প্রশ্ন:CNN এর পুরো নাম হলো—
উত্তর: Cable News Network
২৬.প্রশ্ন: ‘মাকালু’ হল একটি
উত্তর: পর্বত।
২৭.প্রশ্ন: ‘আকবরের সমাধি কোথায় অবস্থিত
উত্তর:– আগ্রাতে।।
২৮.প্রশ্ন:বার্লিন কোন নদীর তীরে অবস্থিত
উত্তর:–স্প্রী *
২৯.প্রশ্ন:ওয়ার্ল্ড ব্যাঙ্ক (World Bank) এর সদর দপ্তর হল
উত্তর:— ওয়াশিংটন।
৩০.প্রশ্ন:ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য হল (আয়তনে)
উত্তর:— রাজস্থান।।
৩১.প্রশ্ন: সোলার সিস্টেম আবিষ্কার করেছে কে ?
উত্তর: কোপারনিকাস।
৩২.প্রশ্ন: টি.ভি.-র পর্দায় কিসের আস্তরণ লাগানো থাকে
উত্তর: ফসফর জাতীয় প্রতিপ্রভ পদার্থ।
৩৩.প্রশ্ন: প্রথম রোবট কে তৈরী করেছিলেন ?
উত্তর:– উইলিয়াম গ্রে ওয়ালটার।
৩৪.প্রশ্ন:কোন তারিখে দিন ও রাত্রি সমান
উত্তর:— 21 শে মার্চ।
৩৫.প্রশ্ন: বিভব পার্থক্যের ব্যবহারিক একক
উত্তর: ভোল্ট।
৩৬.প্রশ্ন:26 শে এপ্রিল কার জন্মদিন পালিত হয়
উত্তর:– শিবাজীর ।
৩৭.প্রশ্ন:অস্থি কি ধরণের কলা
উত্তর:– কঠিন কলা।
৩৮.প্রশ্ন:দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত
উত্তর: – মাউন্ট আবুতে।
Bengali general knowledge
৩৯.প্রশ্ন:আরব সাগরের রানী কাকে বলা হয়
উত্তর:– কোচি।
৪০.প্রশ্ন: মৌলিক কর্তব্য সমূহ সংবিধানে প্রবিষ্ট হয় কততম সংশোধনীর দ্বারা
উত্তর:- 4২ তম
৪১.প্রশ্ন:বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত
উত্তর: – কটক।
৪২.প্রশ্ন: ‘সানফ্লাওয়ার’ চিত্রটির অংকন শিল্পী কে
উত্তর:– ভ্যান গগ।।
৪৩.প্রশ্ন:জওহরলাল নেহেরু বন্দর’ কোন রাজ্যে অবস্থিত
উত্তর:– মহারাষ্ট্র।
৪৪.প্রশ্ন: সিকিম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়
উত্তর:– 1975
৪৫.প্রশ্ন: ‘ওডিসি’ নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত
উত্তর:— ওড়িশা।
৪৬.প্রশ্ন:কোন ধাতুর মিশ্রনে ‘জার্মান সিলভার তৈরী হয়
উত্তর:– তামা, দস্তা, নিকেল।।
৪৭.প্রশ্ন:ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপটি হল
উত্তর:— ত্রিনিদাদ।।
৪৮.প্রশ্ন:শেরশাহের সমাধি কোথায় অবস্থিত
উত্তর: – সাসারামে।
৪৯.প্রশ্ন:ভারতবর্ষের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছে তিনি হলেন ?
উত্তর:বাচেন্দ্রী পাল।
৫০.প্রশ্ন: জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছেন (বাঙালি)
উত্তর:- তারাশংকর বন্দ্যোপাধ্যায়
৫১.প্রশ্ন:একটি উজ্জ্বল অধাতু কি
উত্তর:— আয়োডিন ।
৫২.প্রশ্ন:বেতার তরঙ্গ কি
উত্তর:-তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ।
৫৩.প্রশ্ন:মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ
উত্তর:-উত্তল।।
৫৪.প্রশ্ন: ‘আল বিরুনী কার রাজত্বকালে ভারত ভ্রমণে আসেন
উত্তর:—সুলতান মামুদের।
৫৫.প্রশ্ন:ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত
উত্তর:—পেরাম্বুর।
৫৬.প্রশ্ন:পানামা ক্যানেল কাদের করেছে
উত্তর:আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৫৭. প্রশ্ন:সূর্যের নিকটতম গ্রহের নাম হল
উত্তর:— বুধ।
৫৮.প্রশ্ন:- কাকে শান্তির মানুষ’ নামে অভিহিত করা হয়
উত্তর:– লাল বাহাদুর শাস্ত্রী
৫৯.প্রশ্ন: 3০ ই জানুয়ারি কার মৃত্যু বার্ষিকী পালিত হয়
উত্তর: – মহাত্মা গান্ধী
৬০.প্রশ্ন: মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন
উত্তর: মুর্শিদাবাদে।
৬১.প্রশ্ন:পন্ডিত রবিশঙ্কর কিসের সঙ্গে যুক্ত
উত্তর:– সেতার।
৬২.প্রশ্ন: ‘খুদাই খিদমদগার’ কে প্রতিষ্ঠা করেন
উত্তর: – আবদুল গফফর খান।
৬৩.প্রশ্ন:গ্যাসীয় মাধ্যম অপেক্ষা কঠিন মাধ্যমে শব্দের বেগ
উত্তর: বেশী হয়।
৬৪.প্রশ্ন: তড়িৎ প্রবাহের একক
উত্তর: অ্যাম্পিয়ার।
৬৫.প্রশ্ন: ক্যানন কোন খেলার সঙ্গে যুক্ত
উত্তর: – বিলিয়ার্ড।
৬৬.প্রশ্ন:’Micawber চরিত্র সৃষ্টি করেন
উত্তর: চার্লস ডিকেন্স।
৬৭.প্রশ্ন:দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন
উত্তর: কণিষ্ক ।।
৬৮.প্রশ্ন: ‘সাবুদানা কি থেকে তৈরী হয়
উত্তর: – ট্যাপিওকা নামে একধরণের গাছের শিকড়ের
নির্যাস থেকে।
Bengali general knowledge Bengali general knowledge
৬৯.প্রশ্ন:রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল ব্যবহার করা হয় তার নাম কি
উত্তর:ফ্রীয়ন
৭০.প্রশ্ন: তিমি মাছের গমন-অঙ্গের নাম কি
উত্তর:ফ্লিপার ।
৭১.প্রশ্ন:মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান 1930 সালের কত তারিখে শুরু করেছিলেন
উত্তর:–12ই মার্চ।
৭২.’প্রশ্ন:অধীনতামূলক মিত্রতা’ নীতি কার সঙ্গে যুক্ত
উত্তর:লর্ড ওয়েলেসলি।
৭৩.প্রশ্ন:উবের কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত
উত্তর:ব্যাডমিন্টন।
৭৪.প্রশ্ন:কুকেনাম নাম’ হল একটি
.উত্তর:জলপ্রপাত।
৭৫.নেতাজি সুভাষচন্দ্র বোস কোন কংগ্রেস অধিবেশনে সভাপতি হয়েছিলেন।?
.উত্তর:হরিপুরা।
৭৬.প্রশ্ন: ‘সীমান্ত গান্ধী বলা হয় কাকে
উত্তর:আব্দুল গফ্ফর খানকে।
৭৭.প্রশ্ন: ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়
উত্তর:বেন্টিঙ্ক।
৭৮.প্রশ্ন:তরল অক্সিজেনের রং কি
উত্তর:ফিকে নীল।
৭৯.প্রশ্ন:রঙিন টেলিভিশন প্রথম দেখানা হয় কোন বছরে
উত্তর: ১৯২৯ সালে ।
৮০.প্রশ্ন:পানিপথের ২য় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল
উত্তর: আকবর ও হিমু।
৮১.প্রশ্ন:কথাকলি নাচ কোন রাজ্যের সঙ্গে যুক্ত
উত্তর: কেরালা।
৮২.৮৩.প্রশ্ন:বিজয়ওদা কোন নদীর তীরে অবস্থিত
উত্তর: কৃষ্ণা নদী
প্রশ্ন:জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন
উত্তর:অ্যানি বেসান্ত
৮৪.প্রশ্ন:আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন-
উত্তর:-রামমোহন রায়।
৮৫.প্রশ্ন:শৈবালিনী কোন উপন্যাসের মহিলা চরিত্র
উত্তর:চন্দ্রশেখর
৮৬.প্রশ্ন:লহিত রক্ত কণিকা কত দিন বাঁচে
উত্তর:12 দিন
।Bengali general knowledge
৮৭.প্রশ্ন:মহেন্দ্র দত্ত উপাধি গ্রহন করেছিলেন
উত্তর:কুমারগুপ্ত।
৮৮.প্রশ্ন:ইউরেকা। ইউরেকা। উক্তিটি কার
উত্তর: আর্কিমিডিসের।
৮৯.প্রশ্ন:পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে
উত্তর:পশ্চিমবঙ্গ
৯০.প্রশ্ন:রাজস্থান হাইকোর্ট কত সালে স্থাপিত হয়
উত্তর:-১৯৫০ সালে
৯১.প্রশ্ন:কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত
উত্তর: জামশেদপুরে
৯২.প্রশ্ন:নর্মদা নদীর নামের অর্থ কী
উত্তর: গভীর নীল জল। ।
৯৩.প্রশ্ন:কাবেরী নদীর নামের অর্থ কী
উত্তর:— বাগান যুক্ত সরোবর।
৯৪.প্রশ্ন: উত্তর-পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত
৯৫.উত্তর: গোরক্ষপুর।
৯৬.প্রশ্ন:জেরপথ্যালমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়
উত্তর: —Vit A
৯৭.প্রশ্ন:আসামের রাজধানীর নাম কি
উত্তর: দিসপুর। ।
৯৮.প্রশ্ন: মেথিলেটেড স্পিরিট হল
উত্তর:– মিথেন ও ইথেনের মিশ্রণ।
৯৯.প্রশ্ন: মহাবীর জন্মগ্রহণ করেন
উত্তর:—বৈশালী।
১০০.প্রশ্ন: ইবন বতুতা’ কার রাজত্বকালে ভারতে আসেন
উত্তর:মহম্মদ বিন তুঘলক
১০১.প্রশ্ন: ইজরায়েল এর মুদ্রার নাম কি
উত্তর: সেকেল।
১০২.প্রশ্ন: ‘ড্রিবলিং’ কোন খেলার সঙ্গে যুক্ত
উত্তর:ফুটবল।
১০৩.সরকারী ভাবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে
উত্তর:— 1932 সালে।।
১০৪.প্রশ্ন:নৈনিতাল শৈল শহর কোথায় অবস্থিত
উত্তর:—উত্তরাঞ্চলে।
১০৫.প্রশ্ন: মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত
উত্তর:মাদুরাই।।
১০৭.প্রশ্ন: Central Road Research Institute কোথায় অবস্থিত
উত্তর: দিল্লিতে
১০৮.প্রশ্ন:আলজেরিয়া ভাষা কি
উত্তর:— আরবি।
১০৯.প্রশ্ন:পৃথিবীর গভীরতম মহাসাগর হল
উত্তর:— প্রশান্ত মহাসাগর।।
১১০.প্রশ্ন:মুস্তাক আলি কিসের সঙ্গে যুক্ত
উত্তর: – সেতার।
১১১.প্রশ্ন:তামার পাত্রে যে সবুজ মরচে পড়ে, তার নাম কি
উত্তর:—ম্যালাকাইট ।
১১২.প্রশ্ন:কোন মাটি তাপে সহজে গলে না
উত্তর:— দুর্বল মাটি (Fire Clay)।।
১১৩.প্রশ্ন:ব্যারোমিটার আবিষ্কার করেন
উত্তর:টেরিসেলি।
১১৪.প্রশ্ন:ভারতের ম্যানচেষ্টার কাকে বলে
উত্তর:— আমেদাবাদকে।
১১৫.প্রশ্ন:উপভোক্তা জোট’ এর রচয়িতা কার
উত্তর: লর্ড ওয়েলেসলি।
১১৬.প্রশ্ন:এশিয়ার দীর্ঘতম নদী হল
উত্তর:—ইয়াংসিকিয়াং।
১১৭.প্রশ্ন:দিল্লীর কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন— উত্তর:আলাউদ্দিন খিলজি
১১৮.প্রশ্ন:দাড়ি কামানোর আয়নায় ব্যবহৃত দর্পণ
উত্তর:— অবতল।
১১৯.প্রশ্ন:যে ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ভারতের অর্থনৈতিক পরিকল্পনার রূপকার ছিলেন
উত্তর:এম বিশ্বেসরাইয়া।।
১২০.প্রশ্ন:যে যুদ্ধ নেপোলিয়ন যুগের শেষের প্রতীক
উত্তর:– ওয়াটারলুর যুদ্ধ।
১২১.প্রশ্ন:জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে
উত্তর:– বোম্বাই এ।
১২২.প্রশ্ন:যিনি বলেছিলেন –“সরকার জনগণের, সরকার জনগণের জন্য এবং জনগনের দ্বারা
উত্তর:আব্রাহাম লিঙ্কন।
১২৩.প্রশ্ন:আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় কাদের সঙ্গে
উত্তর:– ব্রিটেনের।
১২৪.প্রশ্ন:প্রাথমিক শিক্ষার ধারনা দেন
উত্তর:– মহাত্মা গান্ধী।
১২৫.প্রশ্ন:মহাত্মা জন্মগ্রহণ করেন
উত্তর:– পোরবন্দর।।
১২৬.প্রশ্ন:মহাত্মা গান্ধীর জন্ম তারিখ
উত্তর: – ২রা অক্টোবর।।
১২৭.প্রশ্ন:বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত
উত্তর: তুঙ্গভদ্রা নদীর তীরে ।
।
১২৮. প্রশ্ন:পূর্ণ স্বরাজের দাবী ওঠে যে কংগ্রেস সন্মেলনে
উত্তর: লাহর।
১২৯.প্রশ্ন:স্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা চালু করেন
উত্তর:– লর্ড রিপন।
১৩০.প্রশ্ন:ইব্রাহিম লোদী সিংহাসনে আরহন করেন
উত্তর:- ১৫১৭ সালে।
১৩১.প্রশ্ন:হৃদপিন্ড যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে তার নাম – উত্তর:পেরিকার্ডিয়াম।
১৩২.প্রশ্ন:ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করেন
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।।
১৩৩.প্রশ্ন:বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
উত্তর: শ্রীমতি শ্রীমাভো বন্দরনায়েক।
১৩৪.প্রশ্ন:সিকিম ভারতের রাজ্য হিসাবে পরিগনিত হয়
উত্তর: – ২৬/৪/১৯৭৫।
১৩৫.প্রশ্ন: ভারতের সংবিধান গৃহীত হয়
উত্তর: – ২৬.১১.১৯৪৯।
১৩৬.প্রশ্ন:ভারতের জাতীয় সঙ্গীতের পংক্তি সংখ্যা
উত্তর:– পাঁচটি।।
১৩৭. প্রশ্ন:কলকাতা স্থাপিত হয় – ১৬৯0 ।
১৩৮.প্রশ্ন:ফতেপুর সিক্রি তৈরী করেন –
উত্তর:- আকবর।
১৩৯.প্রশ্ন:দিল্লির লাল দুর্গ তৈরি করেন
উত্তর:শাহজাহান।
১৪০.প্রশ্ন:চেঙ্গিস খানের আসল নাম ছিল
উত্তর:তেমুজিন।
১৪১.প্রশ্ন:ভারতের সংবিধানের রূপকার ছিলেন –
উত্তর: বি.আর আম্বেদকর। ।
১৪২.প্রশ্ন:কোন খনিজের অভাবে রক্তস্বল্পতা রোগ হয়
উত্তর:– লৌহ।।
১৪৩. প্রশ্ন: ভারতের প্রাচীন রাজধানী
উত্তর:– ইন্দ্রপ্রস্থ।
১৪৪.প্রশ্ন:বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে
উত্তর:—৯।
১৪৫.প্রশ্ন:ভিসুভিয়াস অবস্থিত
উত্তর:– ইতালি।
১৪৬.প্রশ্ন:মেগাস্থিনিস হলেন
উত্তর:– গ্রীক দূত।।
১৪৭.প্রশ্ন:অশোকের বাবা ছিলেন
উত্তর:– বিন্দুসার।
১৪৮.প্রশ্ন: বাবর শব্দের অর্থ
উত্তর: – বাঘ।
১৫০.প্রশ্ন:জিজিয়া কর তুলে নেন
উত্তর: – আকবর
১৫১.প্রশ্ন:লুথার কিং হলেন
উত্তর:– আমেরিকার নেতা।।
১৫১.প্রশ্ন:বরদলৈ সত্যাগ্রহ করেন
উত্তর:মহাত্মা গান্ধী।
১৫২.প্রশ্ন: মাও সে তুং মারা যায়
উত্তর:– ১৯৭৬ সালে
১৫৩.প্রশ্ন:“ইংরেজী কবিতার জনক বলা হয়”
উত্তর:– ওয়ার্ডসওয়ার্থ কে।
১৫৪.আগ্রার আগের নাম ছিল –
উত্তর:আগরাবাদ।।
১৫৫.প্রশ্ন: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়
উত্তর: ১৭৭৫-১৭৮৩ সালে
।
১৫৬.প্রশ্ন: মানব দেহে হিমোগ্লোবিন উৎপাদনের জন্যে কোন খনিজ পদার্থের প্রয়োজন
উত্তর:লৌহ।
১৫৭.প্রশ্ন:যকৃৎ থেকে উৎপন্ন পদার্থকে কি বলে
উত্তর:–পিত্তরস।।
১৫৮. প্রশ্ন: সকল উৎসেচক কী জাতীয় পদার্থ
উত্তর:– প্রোটিন জাতীয়।
১৫৯.প্রশ্ন: ভারতের স্বাধীনতার সময় গান্ধিজী ছিলেন
উত্তর:কলকাতায়।
১৬০.প্রশ্ন: “সারে জাহাসে আচ্ছা” গান টি লেখেন
উত্তর:মহম্মদ ইকবাল।
১৬১.প্রশ্ন:শহরে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয় –
উত্তর: অমৃতসরে।
১৬২.প্রশ্ন: ভারতের পতাকা দিবস পালিত হয় –
উত্তর: ডিসেম্বর।
১৬৩.প্রশ্ন:সপ্তম শতকে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল
উত্তর:নালন্দা।
১৬৪.প্রশ্ন:পৃথিবীর দীর্ঘতম নদী —
উত্তর:নীলনদ।।
১৬৫.প্রশ্ন:এশিয়ার শ্রেষ্ঠ শিল্প উন্নত দেশ হল
উত্তর:জাপান।
১৬৬.প্রশ্ন:বিশ্বে মোট দেশের সংখ্যা
উত্তর:২১২ টি।
১৬৭.প্রশ্ন:বিশ্বের সর্বাধিক কফি পাওয়া যায়
উত্তর:ব্রাজিলে।।
১৬৮.প্রশ্ন:ইংলিশ চ্যানেল এর দৈর্ঘ্য’
উত্তর:৫৬৪ কিলোমিটার।
১৬৯.প্রশ্ন:- যিনি ভারতে প্রথম গোলাপ গাছ নিয়ে
উত্তর:বাবর।
১৭০.প্রশ্ন: ভারতের দীর্ঘতম দিন –‘
উত্তর: ২১ শে জুন।
১৭১.প্রশ্ন: ২৪ ঘন্টায় জোয়ার ভাটা আসে
উত্তর:– দুইবার।
১৭২.প্রশ্ন:পৃথিবীর নিকট তম গ্রহ
উত্তর:– শুক্র।।
১৭৩.প্রশ্ন:সিন্ধু নদীর উৎপত্তিস্থল হল
উত্তর:– কৈলাস পর্বত।
১৭৪.প্রশ্ন: কর্নাটকের যে শহরকে উদ্যাননগর বলা হয়
উত্তর:– ব্যাঙ্গালোর।
১৭৫.প্রশ্ন:রক্তের রং লাল হয় কেন —
উত্তর:হিমোগ্লোবিন থাকে বলে।
১৭৬.১৭৭.প্রশ্ন:রক্ত কণিকা কয় প্রকারের হয় –
উত্তর: তিন প্রকারের।
১৭৮.প্রশ্ন:শিখদের শেষ গুরু কে –
উত্তর:গুরু গোবিন্দ সিংহ।
১৭৯.প্রশ্ন:ভারতে সোনার নদী —
উত্তর:গঙ্গা।
১৮০.প্রশ্ন:পার্সি দের ধর্মগ্রন্থ কী —
উত্তর:জেন আবেস্তা।।
১৮১.প্রশ্ন:উপনিষদের সংখ্যা –
উত্তর: ১২ টি।।
১৮২.২৪ তম জৈন তীর্থঙ্কর –
উত্তর: মহাবীর।
১৮৩.প্রশ্ন: বৌদ্ধদের ধর্মগ্রন্থের ভাষা
উত্তর:বাংলা।।
- অন্যান্য জিকে পড়ুন :-Bengali general knowledge