Indian Geography Gk Bengali PDF For Competitive Exam

Indian Geography Gk  Bengali PDF For Competitive Exam Download
Hello Readers ডাউনলোড করুন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ জিকে গুলি.কয়েকটির নমুনা দেওয়া হলো সম্পুর্ণ পিডিএফ এ দেওয়া আছে -Indian Geography Gk Bengali
 
১।পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী – মহেন্দ্ৰগিরি।
২।পশ্চিম পাহাড়ের অপর নাম কী – সহ্যাদ্রি পর্বত।
৩।নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা।
৪।গর্জনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বাপর্ণমােচী বৃক্ষ।
৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা।
৬।রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় – ধান্দ।
৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।
৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে।
৯।নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।
১০।পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – কোদাইকানাল।
১১।ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে – পান্না ও কোলার।
১২।ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে।
১৩।পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ।
১৪।কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।– ৮৮/পূর্ব।
১৫|সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী – ব্ৰহ্মপুত্ৰ।
১৬।আত্ৰেয়ী বাআত্রাই নদীর তীরে আছে। কোন শহর – বালুরঘাট।
১৭।গােরগারু কোন পাহাড়ের শৃঙ্গ – অযােধ্যা।
১৮।হর মন্দির কে প্রতিষ্ঠা করেনগুরু অর্জন।
১৯।জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত – চতুর্থ।
২০।বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় – বাঁকুড়া।
২১।ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে – কার্শিয়াং।
২২।পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় – মালদহ।
২৪।তাের্সা নদীর উৎপত্তি কোথায় – চুম্বি উপত্যকা।
২৫।পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ক্ষয়জাত।


 ভূগোলের অন্যান্য গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর