Hello Readers ডাউনলোড করুন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ জিকে গুলি.কয়েকটির নমুনা দেওয়া হলো সম্পুর্ণ পিডিএফ এ দেওয়া আছে -Indian Geography Gk Bengali
১।পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী – মহেন্দ্ৰগিরি।
২।পশ্চিম পাহাড়ের অপর নাম কী – সহ্যাদ্রি পর্বত।
৩।নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা।
৪।গর্জনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।
৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা।
৬।রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় – ধান্দ।
৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।
৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে।
৯।নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।
১০।পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – কোদাইকানাল।
১১।ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে – পান্না ও কোলার।
১২।ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে।
১৩।পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ।
১৪।কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।– ৮৮/, পূর্ব।
১৫|সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী – ব্ৰহ্মপুত্ৰ।
১৬।আত্ৰেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে। কোন শহর – বালুরঘাট।
১৭।গােরগারু কোন পাহাড়ের শৃঙ্গ – অযােধ্যা।
১৮।হর মন্দির কে প্রতিষ্ঠা করেন—গুরু অর্জন।
১৯।জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত – চতুর্থ।
২০।বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় – বাঁকুড়া।
২১।ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে – কার্শিয়াং।
২২।পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় – মালদহ।
২৪।তাের্সা নদীর উৎপত্তি কোথায় – চুম্বি উপত্যকা।
২৫।পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ক্ষয়জাত।
ভূগোলের অন্যান্য গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর
- *Rivers of West Bengal (geography) Bengali | Bengal reader (পশ্চিম বঙ্গের নদনদী )
- *১২০০ + জিকে পিডিএফ ডাউনলোড