স্কুল সার্ভিস কমিশন ২২,৬৭৮ পদে শিক্ষক নিয়োগ পক্রিয়া শেষ করবে শিঘ্রই
এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সরকার অনুমোদিত ও পোষিত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে বক্তব্য পেশ করেন। বলেন যে , আগামী মার্চ মাসের মধ্যেই স্কুলের সমস্ত স্তর মিলিয়ে আরও ২২ হাজার ৬৭৮টি শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।
দেখে নিন , কোন স্তরে কত নিয়োগ হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নিয়োগ হবে—
১) প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে ২২৪৩ জনের নাম সুপারিশ হবে। ১৬ জানুয়ারি, তালিকা প্রকাশ করে দেবে কমিশন। আগামী ২২, ২৪, ২৫ জানুয়ারি কাউন্সেলিং হবে। নিয়োগ হবে ফেব্রুয়ারির মধ্যেই।
২) একাদশ-দ্বাদশ মোট ৫৭১১ যার মধ্যে ইতিমধ্যে ৪৮৮৯ জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। ৮২২টি পদে এখনো নিয়োগ বাকি আছে |
৫) ইতিমধ্যে ১০৩৪ টি কর্মশিক্ষা শিক্ষক পদে |
৩) ১০৯৯ জন শারীরশিক্ষা শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।
৪) স্কুলগুলিতে ক্লার্ক পদে ২০১৩ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন, ৪৪টি সিট এখনো পূরণ হয়নি ।
৫) স্কুলে গ্রুপ ডি ৩৮৪৭ জনের নিয়োগ হয়েছে , ১০৮ সিট এখনো পূরণ হয়নি ।
৬) নবম-দশম শ্রে্ণিতে ৬৫২৪ জন থেকে বেড়ে , ৬৩৮১ জনের নাম সুপারিশ হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই এই পদে নিয়োগ হয়ে যাওয়ার কথা।
৭) পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে মোট শূন্যপদ রয়েছে ১৩ হাজার ৮০, যার মধ্যে ১০% সংরক্ষণ থাকবে প্যারা-টিচারদের জন্য।