রেলের ৩৫২৭৭ আবেদন লিংক ও বিস্তারিত
বয়সসীমা: আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে । গ্র্যাজুয়েট লেভেল পদগুলির জন্য ১৮-৩৩ বছরের মধ্যে | সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা:
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)।
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল। সঙ্গে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
জুনিয়র টাইম কিপার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
ট্রেইনস ক্লার্ক: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা সমতুল (তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও উচ্চতর যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের শর্ত প্রযোজ্য নয়)। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে।
কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস: ডিগ্রি বা সমতুল।
স্টেশন মাস্টার: ডিগ্রি বা সমতুল।
গুডস গার্ড: ডিগ্রি বা সমতুল।
জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ডিগ্রি বা সমতুল সঙ্গে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ডিগ্রি বা সমতুল সঙ্গে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিং দক্ষতা থাকতে হবে।
সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ডিগ্রি বা সমতুল।
ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট: ডিগ্রি বা সমতুল।
আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পদের নাম, শূন্যপদ, শুরুর মূল বেতন : ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: শূন্যপদ ৪৩১৯। বেতন ১৯৯০০ টাকা। । ক্রমিক সংখ্যা ২: অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট: ৭৬০। বেতন ১৯৯০০ টাকা। । ক্রমিক সংখ্যা ৩: জুনিয়র টাইম কিপার: ১৭। বেতন ১৯৯০০ টাকা।। ক্রমিক সংখ্যা ৪: ট্রেইনস ক্লার্ক: ৫৯২। বেতন ১৯৯০০ টাকা।। ক্রমিক সংখ্যা ৫: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ৪৯৪০। বেতন ২১৭০০ টাকা।
গ্র্যাজুয়েট লেভেল পদের নাম, শূন্যপদ, শুরুর মূল বেতন ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড: ক্রমিক সংখ্যা ১: ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮৮। শুরুতে বেতন ২৫৫০০ টাকা।। ক্রমিক সংখ্যা ২: গুডস গার্ড: ৫৭৪৮। বেতন ২৯২০০ টাকা। ক্রমিক সংখ্যা ৩: সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক: ৫৬৩৮। বেতন ২৯২০০ টাকা। ক্রমিক সংখ্যা ৪: সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ২৮৭৩। বেতন ২৯২০০ টাকা।। ক্রমিক সংখ্যা ৫: জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৩১৬৪। বেতন ২৯২০০ টাকা। ক্রমিক সংখ্যা ৬: সিনিয়র টাইম কিপার: ১৪। বেতন ২৯২০০ টাকা। । ক্রমিক সংখ্যা ৭: কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস: ২৫৯। বেতন ৩৫৪০০ টাকা। । ক্রমিক সংখ্যা ৮: স্টেশন মাস্টার: ৬৮৬৫। বেতন ৩৫৪০০ টাকা। ।
মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত www.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), টাইপিং স্কিল টেস্ট/ কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট (যাঁদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য), নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ৫০০ টাকা। প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ৪০০ টাকা (ব্যাঙ্ক চার্জ কেটে) ফেরত দেওয়া হবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ট্রান্সজেন্ডার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফি ২৫০ টাকা। প্রথম স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিলে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। যে-কোনো একটি আরআরবির শূন্যপদের জন্য আবেদন করা যাবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, কাস্ট সার্টিফিকেট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য) স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে ওয়েবসাইট থেকে।
আরআরবির ওয়েবসাইটগুলি হল:
কলকাতা: www.rrbkolkata.gov.in
শিলিগুড়ি: www.rrbsiliguri.org
মালদা: www.rrbmalda.gov.in
আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in
আজমের: www.rrbajmer.gov.in
এলাহাবাদ: www.rrbald.gov.in
বেঙ্গালুরু: www.rrbbnc.gov.in
ভোপাল: www.rrbbpl.nic.in
ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in
বিলাসপুর: www.rrbbilaspur.gov.in
চণ্ডীগড়: www.rrbcdg.gov.in
চেন্নাই: www.rrbchennai.gov.in
গোরক্ষপুর: www.rrbgkp.gov.in
গুয়াহাটি: www.rrbguwahati.gov.in
জম্মু ও কাশ্মীর: www.rrbjammu.nic.in
মুম্বই: www.rrbmumbai.gov.in
মুজাফফরপুর: www.rrbmuzaffarpur.gov.in
পাটনা: www.rrbpatna.gov.in
রাঁচি: www.rrbranchi.gov.in
সেকেন্দ্রাবাদ: www.rrbsecunderabad.nic.in
তিরুবনন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ১ মার্চ বিকেল ৪টে থেকে ৩১ মার্চ ২০১৯ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। আবেদনের ফি দেওয়া যাবে ৫ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত। পুরোপুরি আবেদনপত্র জমা করা যাবে ১২ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে।NTPC Requirements NTPC Requirements