Geography General Knowledge
বিস্তারিত ডাউনলোড করুন পিডিএফ থেকে
1. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?
উঃ ল্যাডোগা।
2. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী?
উঃ ভ্যান গোলু (তুরস্ক)।
3. কোন পর্বতকে জাপানের আল্পস বলে?
উঃ হিডা পর্বত।
4. প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে?
উঃ ওপেল।
5. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?
উঃ কলকাতা।
6. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ লিওপারগেল।
7. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?
উঃ পি১৫।
8. ‘ডলফিন নোজ’ দেখা যায় কোন বন্দরে?
উঃ বিশাখাপত্তনম।
9. টিম্বা কী?
উঃ একপ্রকার বালির পাহাড়।
10. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?
উঃ ৯০ ডিগ্রি।
Click here to Download 100 Geography General Knowledge In Bengali
ভূগোলের অন্যান্য গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর
- 1*পশ্চিম বঙ্গের ভূগোল বই পর্ব -২
- 2*ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ভূগোল থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ
- 3*(গিরিপথ সমূহ )