Motor Vehicle Inspector Recruitment 2019 Apply Now
পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তরে ৭৪ জন মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ১/ ২০১৯। । বিস্তারিতভাবে জানানো হল।
শূন্যপদের বিন্যাস: মোট ৭৪ টি
(UR ৩৭), SC ১৭, ST ৪, OBC A ৮, OBC B ৪, শারীরিক প্রতিবন্ধী এলভি ১, শারীরিক প্রতিবন্ধী এলডি/সিপি ১, কৃতী খেলোয়াড় ২)।
যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
বয়সসীমা:
১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতনক্রম:
পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯০০ টাকা।
শারীরিক মাপজোক:
উচ্চতা হতে হবে অন্তত ১৭০ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ ৮৬ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। গোর্খা, গারওয়ালি, রাজবংশী, পার্বত্য অঞ্চল ও তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ ৮১ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। সবক্ষেত্রেই উচ্চতা ও শারীরিক গঠন অনুযায়ী ওজন হতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:
অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষার ১০০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান ১, মোট ১০০ নম্বরের পরীক্ষা। সময় দেড় ঘন্টা । নেগেটিভ মার্কিং থাকবে। ।
আবেদনের ফি:
১৬০ টাকা, + ১৮ শতাংশ জিএসটি ও ব্যাঙ্ক চার্জ। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী লাগবে না
আবেদনের পদ্ধতি:
অনলাইন আবেদন করা যাবে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক –http://www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in
বিস্তারিত জানুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে –ক্লিক করুন
অনলাইন আবেদন এর লিংক –ক্লিক করুন
বি:দ্র : গুরুত্বপূর্ন এই পোস্ট টি যাদের প্রয়োজনীয় , তাদের এখুনি হোয়াটঅ্যাপ / ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।