Motor Vehicle Inspector Recruitment 2019 Apply Now

Motor Vehicle Inspector Recruitment 2019 Apply Now 

Motor Vehicle Inspector Recruitment 2019 Apply Now

পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তরে ৭৪ জন মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ১/ ২০১৯। । বিস্তারিতভাবে জানানো হল।

শূন্যপদের বিন্যাস: মোট ৭৪ টি 

  (UR ৩৭), SC ১৭, ST ৪, OBC A ৮, OBC B  ৪,  শারীরিক প্রতিবন্ধী এলভি ১, শারীরিক প্রতিবন্ধী এলডি/সিপি ১, কৃতী খেলোয়াড় ২)।

যোগ্যতা:

 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।

বয়সসীমা

১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম:

 পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯০০ টাকা।

শারীরিক মাপজোক

উচ্চতা হতে হবে অন্তত ১৭০ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ ৮৬ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। গোর্খা, গারওয়ালি, রাজবংশী, পার্বত্য অঞ্চল ও তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ ৮১ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। সবক্ষেত্রেই উচ্চতা ও শারীরিক গঠন অনুযায়ী ওজন হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি

 অবজেক্টিভ টাইপের লিখিত পরীক্ষার ১০০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান ১, মোট ১০০ নম্বরের পরীক্ষা। সময় দেড় ঘন্টা । নেগেটিভ মার্কিং থাকবে। ।

আবেদনের ফি

১৬০ টাকা, + ১৮ শতাংশ জিএসটি ও ব্যাঙ্ক চার্জ। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী লাগবে না 

আবেদনের পদ্ধতি

 অনলাইন আবেদন করা যাবে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।
অফিসিয়াল  ওয়েবসাইট লিংক http://www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in
বিস্তারিত জানুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে  ক্লিক করুন  
অনলাইন আবেদন এর লিংকক্লিক করুন 

বি:দ্র : গুরুত্বপূর্ন এই পোস্ট টি যাদের প্রয়োজনীয় , তাদের এখুনি  হোয়াটঅ্যাপ / ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে সবাই কে জানিয়ে দিন।