west bengal state university recruitment | ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নিয়োগ আবেদন শুরু

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নন-টিচিং পদে ৩৫ নিয়োগ

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে একাধিক পদে নিয়োগের নোটিফিকেশন আগেই এই ওয়েবসাইট আগেই জানানো হয়ে ছিল  । বিজ্ঞপ্তি নম্বর- WBSU/Reg/Est/NTS/483/2018 Dated 06/12/2018
বিস্তারিত জেনে নিন 

শূন্যপদ: 


গ্রুপ ডি ১৮টি
জেনারেল  ৮,
এসসি ৫,
এসটি ১,
ওবিসি-এ ২,
ওবিসি-এ ১,
পিডব্লিউডি ১ টি  পদ

 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ১২টি 

(জেনারেল  ৫,
এসসি ৩,
এসটি ১,
ওবিসি-এ ১,
ওবিসি-বি ১,
পিডব্লুউডি ১),
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ২টি 
(জেনারেল  ১, এসসি ১)

 সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ২টি
 (অসংরক্ষিত ১, এসসি ১) পদ রয়েছে।


ভাইস চ্যান্সেলরের পিএ 

১টি পদ (জেনারেল ),

শিক্ষাগত যোগ্যতা:

ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে 
যে-কোনো শাখায় স্নাতক সহ +কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজ।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
 যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি+ এছাড়া যে-কোনো স্টেট এইডেড ইউনিভার্সিটিতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।+ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
 শিক্ষাগত যোগ্যতা লাগবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ বা বিএসসি।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
পদের জন্য যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক বা সমতুল + কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।
গ্রুপ ডি
পদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বয়সসীমা:

                                                  ১৮ থেকে  ঊর্ধ্বসীমা ৪০ বছর।
এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছরে, ওবিসি শ্রেণির জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম—

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৭২০০-২৫৪০০ + গ্রেড পে ৩৯০০ টাকা,
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২০০-২৫৪০০ + গ্রেড পে ৩৩০০ টাকা,
গ্রুপ ডি: ৫৪০০-১৮৬০০ + গ্রেড পে ১,৮০০ টাকা।
ভাইস চ্যান্সেলরের পিএ: ৯,০০০-২৮,৩০০ + গ্রেড পে ৪৪০০ টাকা,
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২০০-২৫৪০০ + গ্রেড পে ৪১০০ টাকা,

আবেদন ফি:

গ্রুপ ডি পদ ছাড়া বাকি পদগুলির জন্য আবেদন ফি ৭৫০ টাকা (এসসি/ এসটি শ্রেণির জন্য ৩৭৫ টাকা)। গ্রুপ ডি পদের জন্য আবেদন ফি ৫০০ (এসসি/এসটি পদের জন্য ২৫০) টাকা।

আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর  ২০১৮আবেদন করতে পারবেন এই লিংক এ – http://recruitment.wbsupgadmission.com/wbsu-recruitment/index

 লাইক করুন  আর শেয়ার করুন  যদি পোস্ট টি ভালো লাগে