West Bengal result

west Bengal result

মিসলেনিয়াস সার্ভিস মেইন পরীক্ষার অ্যাডমিট দেওয়া শুরু হল আজ থেকে। যারা পরীক্ষার্থী তারা অবশ্যই নীচে দেওয়া লিঙ্ক থেকে নিজের অ্যাডমিট দেখে নিন 
 
post date-1/4/2019
রাজ্য স্কুল সার্ভিস কমিশনের সুত্র  অনুযায়ী সরকার  আপার প্রাইমারি বিভাগের ওয়ার্ক এডুকেশন/ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ১ম এসএলএসটির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়েছে , সে খবর আমরা জানিয়েছি । সফল প্রার্থীদের কাউন্সেলিং আগামী ১০ ও ১১ জানুয়ারি হবে বলে ঠিক হয়েছে, । 

 রেজাল্ট স্টেটাস এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalListWedPhed/

চূড়ান্ত ফল দেখা যাবে ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করে সাবমিট করলে, এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1WedPhedFinalResult/searchResult/
ওপরের সব লিঙ্কই পাওয়া যাবে এই ওয়েবপেজে:

পোস্ট তারিখ -১২/১৩/২০১৮

work education result | physical education ।এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার ফল প্রকাশ

স্কুল সার্ভিস কমিশন
অবশেষে প্রকাশিত করল  উচ্চ প্রাথমিক স্তরে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন বিষয়ের  প্রথম এসএলএসটি ২০১৬ পরীক্ষার ফল  ,

কিভাবে  রেজাল্ট জানবেন 

প্রথমে নিচে  দেওয়া ওয়েবসাইট এ  গিয়ে পরীক্ষার্থীরা তাঁদের ১৪ অঙ্কের রোল নম্বর জন্মতারিখ দিয়ে ফল দেখতে পারবেন। মোট শূন্যপদের ৯০ শতাংশ পদের ফল প্রকাশিত করা হয়েছে।

আদালতের  নির্দেশের কারণে বাকি ১০ শতাংশ ফলপ্রকাশ আটকে রয়েছে।
রেজাল্ট জানতে  পারবেন এই লিংক এ –

http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1WedPhedFinalResult/searchResult/