west bengal civic police latest news | সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

west bengal civic police latest news | কলকাতা পুলিশের ১৯টি ডিভিশন ৬১৩ জন পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে

 কলকাতা পুলিশের ১৯টি ডিভিশন ৬১৩ জন পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে

কলকাতা পুলিশের ১৯টি ডিভিশন ৬১৩ জন পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।  নোটিস নম্বর: FRC/Recruit/12/2018
বয়সসীমা: 
বয়স হতে হবে ২০-৬০ বছরের মধ্যে।
নিয়োগ পদ্ধতি: 
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য কলকাতা পুলিশের আওতাধীন এলাকার বাসিন্দা হলে অগ্রাধিকার। এছাড়া অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। খেলাধূলা এবং এনসিসি ক্যাডেট/ স্কাউটস/ এনএসএস গাইড/ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। কোনো থানায় ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সবল হতে হবে। কিছু কিছু পোস্ট এর ক্ষেত্রে  অন্যানো কিছু যোগ্যতা লাগবে  বিস্তারিত নোটিফিকেশন এ পেয়ে যাবেন 

শূন্যপদ 

1 নর্থ অ্যান্ড নর্থ সাবাবার্ন ডিভিশন: শূন্যপদ ৩৭
 2: সেন্ট্রাল ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ৪৩
 3: সাউথ ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ১৬
 4: ইস্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ৭৫
5 ইস্টার্ন ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ২৪। 
6: সাউথ ইস্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ১২।
 7: সাউথ সাবার্বান ডিভিশন: শূন্যপদ ১১ 
 8: সাউথ ওয়েস্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ৪০
 9: ফার্স্ট ব্যাটেলিয়ান, কলকাতা আর্মড পুলিশ: শূন্যপদ ৫
 10: থার্ড ব্যাটেলিয়ান, কলকাতা আর্মড ফোর্স: শূন্যপদ ৫ 
 11: সিক্সথ ব্যাটেলিয়ান, কলকাতা আর্মড পুলিশ: শূন্যপদ ৫ 
 12: ট্র্যাফিক ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ: শূন্যপদ ১৯০
 13: কলকাতা পুলিশ ব্যান্ড অ্যান্ড অর্কেস্ট্রা: শূন্যপদ ২০
 14: পোর্ট ডিভিশন, কলকাতা পুলিশ: শূন্যপদ ২৩
 15: কলকাতা হোম গার্ড অর্গানাইজেশন: শূন্যপদ ১০
 16: পুলিশ হাউসিং এস্টেট: শূন্যপদ ২৫ 
 17: কমিউনিটি পুলিশিং উইং,
18.কলকাতা পুলিশ: শূন্যপদ ৩০
 19: রিভার ট্র্যাফিক পুলিশ কলকাতা: শূন্যপদ ১৭
আবেদনের পদ্ধতি: 
আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে। আবেদনের ফর্ম্যাট ওয়েবসাইট এ পাবেন , তাছাড়া A4 মাপের কাগজে ডাউনলোড করেও নিতে পারেন নিচের ওয়েবসাইট থেকে। সেটি পূরণ করে সঙ্গে নিজের অ্যাটেস্টেড করা আইডেন্টিটি প্রুফ (প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড), অ্যাড্রেস প্রুফ ,  সাম্প্রতিক ছবি,  বয়সের প্রমাণপত্র,  শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি দিতে হবে। আবেদন সরাসরি গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে, নিচের ঠিকানায়। ডাকযোগে জমা নেওয়া হবে না। আবেদনপত্রের খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’. পূরণ করা আবেদনপত্র অন্যান্য নথিপত্র সহ মুখবন্ধ খামে পুরে ড্রপ বক্সে জমার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০১৮ বিকাল ৫টার মধ্যে। 

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.kolkatapolice.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের ফর্ম্যাট সহ পুরো বিজ্ঞপ্তি পাবেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করেও: