RPF MOCK TEST | আরপিএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মকটেস্টের সুযোগ

RPF MOCK TEST | আরপিএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মকটেস্টের সুযোগ

 

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল নিয়োগের পরীক্ষা যাঁরা দেবেন তাঁরা আরপিএফ আয়োজিত মকটেস্টের সুযোগ নিতে পারেন। নিজের  প্রস্তুতি  যাচাই করে ঘাটতির দিকগুলো মেরামত করে বাকি প্রস্তুতিকে প্রয়োজনমতো আরও জোরদার করে তুলতে পারেন।

এই অনলাইন পরীক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো — যেই রকম ভাবে অনলাইন আর পি এফ এর পরীক্ষা হবে তার সেই রকম ভাবে মক টেস্ট দিতে পারবেন 

৯০ মিনিটে ১২০ প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নে ১ নম্বর, প্রতি ভুলের জন্য মাইনাস হবে  ১/৩ নম্বর। একবারে একটা করে প্রশ্ন, ৪টি সম্ভাব্য উত্তর। একটা উত্তর দেওয়া শেষ হলে ‘নেক্সট’ বোতামে ক্লিক করে পরের প্রশ্ন আসবে। প্রশ্নপত্রের ওপরে ডানদিকের কোণায় দেখানো হবে হাতে কত সময় বাকি আছে। সময় সম্পুর্ণ হলেই পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে যাবে, সেই বুঝে সময়মতো শেষ উত্তরও সেভ করতে হবে।

মক টেস্ট দিতে এই লিংক এ ক্লিক করুন –
http://ptconstable.lraj.co.in:8480/ExaminationPortalWeb/NewSyllabusSet1.htm?