হ্যালীর ধুমকেতু (HALLY’S COMET)76 বছর বাদে বাদে দেখা যায়।শেষ দেখা গেছিল 1986।আবার দেখা যাবে 2062 সালে।
সূর্যের কাছের গ্রহ–বুধ
সূর্যের দূরের গ্রহ -নেপচুন
দূরত্বানুযায়ী পৃথিবীর স্থান-তৃতীয়
আকৃতি অনুযায়ী পৃথিবীর স্থান-পঞ্চম
দ্রুতগামী ও ক্ষুদ্রতম গ্রহ-বুধ
সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রহ-পৃথিবী
সর্বাপেক্ষা কম ঘনত্বযুক্ত গ্রহ-শনি
পৃথিবীর যমজ গ্রহ-শুক্র
নীল গ্রহ-পৃথিবী
লালগ্রহ-মঙ্গল
সবুজ গ্রহ-ইউরেনাস
বৃহত্তম গ্রহ-বৃহস্পতি
বামন গ্রহ -3টি প্লুটো /সেরেস / এরিস
সৌরজগতের বৃহত্তম উপগ্রহ-গ্যানিমিড(বৃহস্পতি)
শনির বৃহত্তম উপগ্রহ-টাইটান
মঙ্গলের দুটি উপগ্রহ -ডিমোস ও ফোবস
চ্যারণ -প্লুটোর উপগ্রহ
সূর্যের পর আমাদের কাছের নক্ষত্র-পক্সিমা সেন্টাউরি
সূর্য পৃথিবীর 13 লক্ষ গুন বড়ো ও 3 লক্ষ গুন ভারী
সৌরজগতের সবচেয়ে বড়ো নক্ষত্র-লুব্ধক
2006সালে গ্রহের নতুন সংজ্ঞা হয় এবং প্লুটো বামন গ্রহ হয়(প্রাগ সম্মেলনে)
এরিসের পূর্বনাম ছিল- জেনা
বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সর্বাধিক(67)
উজ্জ্বলতম নক্ষত্র- সিরিয়াস
পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ-স্পুটনিক(রাশিয়া)
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট(1975,19 april)
সৌরজগতের বৃহত্তম গ্রহানুপুঞ্জ(Asteriods)- সেরেস
সৌরজগতের উজ্জ্বলতম Asteriods- ভেস্তা
খালি চোখে সূর্যের যে অংশ দেখা যায় তা হল- করোনা
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব-14.88কোটি কিমি
সূর্যকিরন পৃথিবীতে পৌছতে সময় লাগে -8মি 19 সেকেন্ড
সূর্যের মূল শক্তির উৎস -ফিউশন
মিরান্ডা ইউরেনাসের উল্লেখযোগ্য উপগ্রহ
টাইট্রন -নেপচুনের বৃহত্তম উপগ্রহ
চন্দ্রগ্রহনে পৃথিবী মাঝখানে আর সূর্যগ্রহনে চাঁদ মাঝখানে থাকে
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব-3,84,401 কিমি
Geography in bengali | ভূগোল
পৃথিবীকে পরিক্রমন করতে চাঁদের সময় লাগে 27 1/3 দিন
চাঁদের মাধ্যাকর্ষন পৃথিবীর 1/6 গুন
চাঁদের ভর পৃথিবীর 81গুন
চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে -1.3 সেকেন্ড
ভারতের প্রথম চন্দ্র অভিযান হল –চন্দ্রায়ণ-1( 2008)
পৃথিবীর প্রথম চন্দ্র অভিযান–অ্যাপোলো 11এর মূল অংশ কলম্বিয়া(1969,16 july)
চাঁদের মাটিতে প্রথম মহাকাশচারী–নীল আমস্ট্রং(ঈগল নামক যান 1969, 21 জুলাই)
শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে
শুক্রের আবর্তন কাল পরিক্রমন কালের থেকে বেশী
শুক্র উজ্জ্বল ও উষ্ণতম গ্রহ
শুকতারা বা সন্ধ্যাতারা আসলে শুক্রগ্রহ
গ্যালেলিও বৃহস্পতির চারটে উপগ্রহ আবিষ্কার করেন – গ্যানিমিড,লো,ক্যালিস্টো,ইউরোপা
উইলিয়াম হারশেল ইউরেনাস আবিষ্কার করেন।
J.G.GALLE নেপচুন আবিষ্কার করেন
পৃথিবী থেকে চাঁদের 59% দেখা যায়
পৃথিবীর ব্যাসার্ধ=6400 কিমি
পৃথিবীর আবর্তন গতির ফলে–দিনরাত্রি হয়, জোয়ার ভাঁটা,সূর্যোদয় সূর্যাস্ত,বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত হয়
পৃথিবীর পরিক্রমন গতির জন্য ঋতু পরিবর্তন হয়
অপসূর(সূর্য থেকে পৃথিবীর সর্বাধিক দুরত্ব)=4 জুলাই
অনুসূর(সবচেয়ে কম দূরত্ব)=3 জানুয়ারী
মহাবিষুব=21 মার্চ
জলবিষুব =23 সেপ্টেম্বর
কর্কট সংক্রান্তি=21জুন/উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়ো ও রাত ছোটো
মকর সংক্রান্তি=22ডিসেম্বর/দক্ষিন গোলার্ধে রাত বড়ো ও দিন ছোটো
70 1/2° উঃ -নরওয়ের এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে
চাঁদের সর্বোচ্চ শৃঙ্গ-mons huygens
চাঁদে মাটিতে অধিক পরিমানে পাওয়া যায় -টাইটেনিয়াম
নাসার প্রথম মিশন for study sun–Ulysses
ইসরোর প্রথম সূর্য মিশন -আদিত্য।
ভূগোলের অন্যান্য গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর