প্রশ্ন: সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?
উত্তর: ফার্ণ
প্রশ্ন: বংশ গতির ধারক ও বাহক কি?
উত্তর: ক্রোমোজোম
প্রশ্ন: ক্লোন কিভাবে করা হয়?
উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়
প্রশ্ন: RNA এর নাইট্রোজেন বেস কতটি?
উত্তর: ৪
প্রশ্ন: স্পিরুলিনা কি?
উত্তর: শৈবাল
প্রশ্ন: ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের?
উত্তর: বাংলাদেশের
প্রশ্ন: পরিবহন টিস্যু নেই কোনটির?
উত্তর: ছত্রাক
প্রশ্ন: মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?
উত্তর: ১২
প্রশ্ন: পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?
উত্তর: HCl
প্রশ্ন: পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?
উত্তর: যকৃতে
প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?
উত্তর: মুখে
Life science in bengali
প্রশ্ন: চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে?
উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি
প্রশ্ন: সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট
প্রশ্ন: ভাইরাস অর্থ কী?
উত্তর: বিষ
প্রশ্ন: অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?
উত্তর: ব্যাকটেরিয়া
প্রশ্ন: রাইজয়েড আসে কোন উদ্ভিদের?
উত্তর: মস
প্রশ্ন: জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: অভিস্রবন
প্রশ্ন: মুক্ত শক্তির বাহক কোনটি?
উত্তর: ATP
প্রশ্ন: সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?
উত্তর: মেসোফিল টিস্যুতে
প্রশ্ন: মূলহীন উদ্ভিদকে কি বলে?
উত্তর: ঝাঁঝি
প্রশ্ন: ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে-
উত্তর: অল্প সময়ে
. প্রশ্ন: সবচেয়ে বড় মুকুল হল-
উত্তর: বাঁধাকপি
প্রশ্ন: অ্যামিবা কোন পর্বের প্রাণী?
উত্তর: প্রোটোজোয়া
প্রশ্ন: দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস
প্রশ্ন: পেশি কলা কয় ধরণের?
উত্তর: ৫
প্রশ্ন: সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?
উত্তর: AB
Life science in bengali
প্রশ্ন: খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?
উত্তর: HDL
প্রশ্ন: স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?
উত্তর: ২
প্রশ্ন: শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?
উত্তর: রক্তের প্রহরী
প্রশ্ন: পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে
উত্তর: প্যারেনকাইমা
প্রশ্ন: অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
উত্তর: অবাত
প্রশ্ন: শস্যের ১ম কোষটি কি?
উত্তর: ত্রিপ্লয়েড
প্রশ্ন: অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?
উত্তর: গাঁদাফুল
প্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Copyehus Soularis
প্রশ্ন: কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: Fc
প্রশ্ন: প্রাণীদেহে টিস্যু কত প্রকার?
উত্তর: ৪
প্রশ্ন: রক্তে রক্তকণিকা কতভাগ?
উত্তর: ৪৫%
প্রশ্ন: লোহিত কনিকার আয়ুকাল কত দিন?
উত্তর: ১২০
প্রশ্ন: নাড়ীর স্বাভাবিক স্পন্দন?
উত্তর: 72/m
প্রশ্ন: লিপিড কোথায় দ্রবণীয়?
উত্তর: জলে
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
উত্তর: সোডিয়াম
প্রশ্ন: দাঁতের ক্ষয় রোধ করে–
উত্তর: ক্লোরাইড
প্রশ্ন: কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?
উত্তর: ১৯১৩
প্রশ্ন: নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়–
উত্তর: আদি উদ্ভিদ
প্রশ্ন: জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?
উত্তর: ল্যাটিন
প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম
প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ–
উত্তর: বসন্ত
প্রশ্ন: তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?
উত্তর: ২০১০
Life science in bengali
প্রশ্ন: পীতজ্বর হয় কিসের জন্য?
উত্তর: ইবোলা ভাইরাস
প্রশ্ন: হরমোন কিসের তৈরি?
উত্তর: প্রোটিন
প্রশ্ন: কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি?
উত্তর: কার্বোহাইড্রেট
প্রশ্ন: কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?
উত্তর: স্নেহ
প্রশ্ন: সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?
উত্তর: হাড়ে
প্রশ্ন: কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়?
উত্তর: কলা
প্রশ্ন: সবচেয়ে বেশি আয়োডিন কোথায় পাওয়া যায়?
উত্তর: সামুদ্রিক শৈবালে
প্রশ্ন: বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
উত্তর: ইভোলিউশন
প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
উত্তর: লাইপোপ্রোটিন
General science quiz questions with answers pdf
প্রশ্ন: Biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: লেমার্ক
প্রশ্ন: Bengal Planto বইটি লেখেছিল–
উত্তর: ডেভিড প্লেইন
প্রশ্ন: মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?
উত্তর: এপিকালচার
প্রশ্ন: উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে?
উত্তর: ৩
প্রশ্ন: এনাটমির জনক–
উত্তর: আদ্রেভেসলিয়াস
প্রশ্ন: কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়?
উত্তর: Micrographia
প্রশ্ন: ইবনে সিনা কে ছিলেন?
উত্তর: চিকিৎসক
প্রশ্ন: The theory of natural selection কে প্রবর্তক করেন?
উত্তর: Charles Rosert Banwin
প্রশ্ন: Taxonomy অর্থ কি?
উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব
প্রশ্ন: গুল্ম নয়–
উত্তর: কালকাসুন্দা
প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম
প্রশ্ন: Penicillium কোন ধরণের ছত্রাক?
উত্তর: সবুজ ছত্রাক
প্রশ্ন: ভূ গর্ভস্থ কাণ্ড–
উত্তর: আদা
প্রশ্ন: প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?
উত্তর: ১৭৬০
প্রশ্ন: ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ?
উত্তর: তামাক
প্রশ্ন: রাইজেইয়াম কিসের নাম?
উত্তর: ভাইরাস
প্রশ্ন: দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ব্যাকটেরিয়া
প্রশ্ন: মাকসুদুল আলম জন্ম গ্রহণ করেন কোথায়?
উত্তর: ফরিদপুর
প্রশ্ন: হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: পানি
প্রশ্ন: কোষঝিল্লি থাকে না কোন কোষে?
উত্তর: উদ্ভিদ
প্রশ্ন: প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম–
উত্তর: গ্লাইকোজেন
প্রশ্ন: মাইটোকণ্ড্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়?
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন: বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে?
উত্তর: সিনোসাইট
প্রশ্ন: লাইকোপিনের রঙ–
উত্তর: লাল
প্রশ্ন: কোষের জীবন বলা হয় কাকে?
উত্তর: প্লাস্টিডকে
প্রশ্ন: দেহের কোষ বিভাজন কত প্রকার?
উত্তর: ৩
প্রশ্ন: হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলে?
উত্তর: মিয়োসিস
প্রশ্ন: স্থায়ী টিস্যু কত প্রকার?
উত্তর: ৩
প্রশ্ন: পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু হতে?
উত্তর: জটিল
প্রশ্ন: বংশগতির রাসায়নিক ভিত্তি কি?
উত্তর: DNA
প্রশ্ন: নিউক্লিওনকে নিউক্লিক এসিড বলা হয় কবে থেকে?
উত্তর: ১৮৯৯ সাল