২।এক্সোমিক্সিস, জেনােমিক্সিস, সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – সিউডােমিক্সিক।
৩।পিউপার সমার্থক শব্দ কোনটি –মূককীট।
৪।হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না – কোনাস আঠেরিওসাস।
৫।সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই – পা।
৬।মাছের চলন পেশী কী ধরণের পেশী – মায়ােটোম।।
7. মেটাসিল, অপ্টোসিল, ডায়ােসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – হিমােসিল৷
৪. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি – ফিলিপ্পিগ্রন্থি।
9. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি – ৩ জোড়া।
10. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতাে — সজীব কোশের উপস্থিতি।
11. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না – সঙ্গীকোশ।
12. কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কী – ফসফোগ্লিসারিক অ্যাসিড।
13. উদ্ভিদজগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। কী – Gingko biloba.
14. প্ৰস্বেদনএর সমার্থক শব্দ কোনটি – বাষ্পমােচন।
15. কোনাে দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত – শূন্য।
16. কোন কাজে জিব্বারেল্লিনের কোনাে ভূমিকা নেই – কোশ বিভাজন।
17. জাইলেম প্যারেনকাইমা কোন জাতীয় কোশ — জীবিত ও কুপযুক্ত।
18. সূর্য থেকে আলাে পৃথিবীতে আসতে কত সময় লাগে – ৮ মিনিট।
19. রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি
— ফাইল মেরিস্টেম।
20. কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি (জবা) গােত্র চেনা যাবে – একগুচ্ছ পুংকেশর।
21. কোন ধরণের দাঁত গিনিপিগের দাঁতের সজ্জাক্রমে থাকে না – ছেদক।
22. গিনিপিগে কোন বৈশিষ্ট্য থাকে না – মূত্র-জনন নালী একত্রে থাকে না।
23. Balanoglossus নােটোকর্ডকে কী বলে- স্টোমােকর্ড।
24. লিংগুয়াশব্দটির সমার্থক শব্দ কোনটি – জিহ্বা।
25. কোন বৈশিষ্ট্যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা – অঙ্কীয় স্নায়ুরজ্জু।
26. মাছে কোন বৈশিষ্ট্যটি থাকে না – শুকনাে আঁশ।
27.গিনিপিগে কোন শিরা থাকে না – রেনাল পাের্টাল।
28. ট্যালাসএর সমার্থক শব্দ কোনটি – টার্গাস।
29, একজন বিজ্ঞানী ব্যাঙের ‘ক’ কোশে ‘খ’ কোশের চেয়ে দ্বিগুণ প্রােটিন সংশ্লেষ ঘটে লক্ষ্য করলেন। ‘ক’ কোশে কোন জিনিসটি বেশি থাকার জন্য এটা হয়েছে – ‘খ’কোশের চেয়ে বেশি গ্যামেট থাকার জন্য।
30. কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয় – মেসােকার্ডিয়াম।।
31, কোন বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা – সঙ্গীকোশের অনুপস্থিতি।।
32. কোন বৈশিষ্ট্যটি ব্রায়ােফাইটে থাকেনা – রেণুপত্র।
33. নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী – অ্যানাবেনা।
34. যৌগিক রেসিমের সমার্থক শব্দ কোনটি।
প্যানিকল।
35. কোন বৈশিষ্ট্য অনিয়ত পুষ্পবিন্যাসে থাকে- পুষ্পের অভিকেন্দ্রীয় সজ্জাক্রম।
36. সূর্যমুখী কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, কুমড়া কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, ভুট্টা কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, আমপাতার নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্তর মধ্যে কোনটি ঠিক? – কুমড়ো কাণ্ডের নালি্কা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত।
37.তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা কে প্রমাণ করেন – বিজ্ঞানী ওরগেড।
38, কোনাে রঙের আলাের তীব্রতা কিসের ওপর নির্ভর করে – বিস্তারের ওপর।
39. বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয় – Pyrex glass.
40. আলােড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী – তরলের সান্দ্রতা।
41. মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে – ব্রেদালাইজার।
42, জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী আলাের ব্যতিচার ধর্ম।
43, বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে — সুরশলাকায়।
44. Electric Field Intensity কী ধরণের রাশি— স্কেলার রাশি।
45, 220 ভােল্টে 110 ভােল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় — রেসিসটার (Resister)।
46. কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় – Torrion balance.
47. ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে – ইনভার।
important topic for general science/General Science for Competitive Exam In Bengali
- জেনারেল সায়েন্স বই বাংলা তে
- জেনারেল সাইন্স MCQ
- অ্যাডভান্স জেনারেল সায়েন্স বাংলা তে