General Knowledge In Bengali for All Exam

General Knowledge In Bengali for All Exam

General Knowledge In Bengali

General Knowledge In Bengali for All Exam

ভারতের একমাত্র কোন রাজ্যে কেশর চাষ হয়?
উত্তর: জম্মু ও কাশ্মীর

পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন?
উত্তর: রাজ্যসভা
প্রথম কোথায় সবুজ বিপ্লব -এর সূচনা হয়?
উত্তর: পাঞ্জাব ও হরিয়ানা
 নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন কে?
উত্তর: বিদ্যাদেবী ভান্ডারি
জাতীয় অগ্নি পরিসেবা দিবস কবে পালিত হয়?
উত্তর: 14 এপ্রিল
 গদর পার্টি কোথায় গঠিত হয়?
উত্তর: সানফ্রান্সিসকো
 পি এন ঠাকুর কার ছদ্মনাম?
উত্তর: রাসবিহারী বসু
 উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গুয়াহাটি
 ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় কী?
উত্তর: সোডিয়াম থায়োসালফেট
 ক্রল’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: সাঁতার
 কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর: নর্মদা
 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: এম এন যোশী
 ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হন?
উত্তর: দাদাভাই নৌরজি
বিশ্ব পর্যাটন দিবস কবে পালন করা হয়?
উত্তর: 27 সেপ্টেম্বর
বিদেশে ভারতের রাষ্ট্রদূতদের নিয়োগ করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
 ভার্বি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ঘোড়দৌড়
বৈদিক যুগে বৃক্ষের দেবতা কে ছিলেন?
উত্তর: সোম
ইলেকট্রিক চার্জ সঞ্চয় করতে কি ব্যবহৃত হয়?
উত্তর: ক্যাপাসিটার
ক্যাডমিয়াম দূষনের ফলে কোন রোগটি দেখা যায়?
উত্তর: ইটাই ইটাই
পৃথিবীর কেন্দ্রমন্ডল কী নামে পরিচিত?
উত্তর: নিফে

ভারতের national anthem বা জাতীয় স্তোত্র নিয়ে কিছু প্রশ্ন General Knowledge In Bengali

ভারতের national anthem বা জাতীয় স্তোত্র এর নাম কি – “জনগণমন-অধিনায়ক জয় হে “।
ভারতের জাতীয় স্তোত্র এর রচয়িতা কে -রবীন্দ্রনাথ ঠাকুর।
এই গানটিকে ভারতের জাতীয় হিসেবে কবে গ্রহণ করা হয় -24 january 1950 সালে ।
এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় -রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়।
প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কী ছিল -ভারত বিধাতা।
 এই গানটিকে কে ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজিতে এই কবিতার নাম কি ?-রবীনাথ ঠাকুর ; দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া ।
এই গানটির কটি স্তবক ও সৈন্যবাহিনী কটি গাইতে পারে ? -পাঁচটি ,একটি স্তাবক ।
গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল?- 27 শে ডিসেম্বর 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে ।
কারা এই গানটিকে জাতীয় স্তোত্র রূপে গ্রহণ করে?- ভারতের সংবিধান সভা ।
ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
এই গানটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয় এবং কত সালে?- “আনন্দমঠ” ,এটি প্রকাশিত হয় 1884 সালে।
এই গানটি প্রথম কবে গাওয়া হয়? – 1896 খ্রিস্টাব্দে ,কংগ্রেসের জাতীয় অধিবেশনে।
এই গানটিকে ইংরেজি অনুবাদ করেছিলেন?- অরবিন্দ ঘোষ।