জিএসটি প্রথম চালু হয় ফ্রান্সে । ১৯৫৪ সালে ।
পৃথিবীতে প্রায় ১৫০ টি দেশে জিএসটি চালু আছে ।
ভারতের কর ব্যাবস্থা সংশোধনের প্রণালী প্রথম শুরু হয় ১৯৮৬ সালে । যখন বিশ্বনাথ প্রতাপ সিং মোড ভ্যাট লাগু করেন ।Modified Value Added Tax (MODVAT).
১৯৯৯ সালে জিএসটি নিয়ে প্রথম ভাবনাচিন্তা শুরু করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি। তিনি পশ্চিমবঙ্গের বাম জমানার অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর নেতৃত্বে একটি কমিটি গঠন করে জিএসটি রুপায়ণে নির্দেশ দেন ।
২০০৩ সালে টাস্ক ফোর্স গঠন করা হয় । বিজয় কেলকার জিএসটি চালু করার প্রস্তাব দেন ।
২০১৫ সালে ১০১ তম সংবিধান সংশোধন দ্বারা জিসটি বিল লোকসভায় পাস হয় । ২০১৬ সালের আগস্ট মাসে রাজ্য সভা এই বিলে সম্মতি দিলে জিএসটি চালু করতে আর কোন বাধা রইলনা ।
এর পর ১ জুলাই ,২০১৭ মধ্যরাতে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই জিএসটি সারা দেশ জুড়ে লাগু হয় ।
এটি নিয়ে পার্লামেন্টে মোট পাঁচবার মাঝরাত্রিরে অধিবেশন বসল ।
১৯৪৭ সালে স্বাধীনতার রাত্রিরে , ১৯৭২ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতার রজত জয়ন্তীপূর্তিতে,১০ ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সুবর্ণ জয়ন্তী পূর্তিতে । এবং ১৫ ই আগস্ট ১৯৯৭ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পূর্তিতে মাঝরাত্রিরে পার্লামেন্টে অধিবেশন বসে ।
জিএসটি কী ধরনের ট্যাক্স ?
পরোক্ষ ট্যাক্স
জিএসটির কটা ট্যাক্সের স্ল্যাব আছে ?
৪টি ,৫%,১২%,১৮% এবং ২৮%
CGST ,SGST ,IGST কী ?
সেন্ট্রাল জিএসটি (CGST)কেন্দ্রকে দেওয়া ট্যাক্স । স্টেট জিএসটি (SGST)রাজ্যকে দেওয়া ট্যাক্স
।
ইন্টিগ্রেটেট জিএসটি (IGST)হল দুটি ভিন্নরাজ্যের মধ্যে লেনদেন হবার সময় প্রদেয় ট্যাক্স । ইন্টিগ্রেটেড জিএসটি হল রাজ্য জিএসটি + সেন্ট্রাল জিএসটির মোট যোগফল । এই ট্যাক্স কেবলমাত্র কেন্দ্র পায় ।
কোন একটি রাজ্যের মধ্যে লেনদেন হলে কেবল মাত্র রাজ্য ও সেন্ট্রাল জিএসটি দিতে হয় । ১৮% জিএসটি হলে ৯% পাবে কেন্দ্র ও ৯% পাবে রাজ্য ।
জিএসটি কাউন্সিলের প্রধান কে ?
অরুণ জেটলি
জিএসটি কাউন্সিলের কত তম বৈঠকের পর জিএসটি লাগু হয় ?
ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে এবং বই ডাউনলোড লিংক