Economics Objective Questions And Answers Pdf In Bengali

Economics Objective Questions And Answers Pdf In Bengali

Economics Objective Questions And Answers Pdf In Bengali



1) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক?
উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

2) ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক?
উত্তর:ICICI BANK OF INDIA

3) “Big Push Theory” র স্রষ্টা?
উত্তর: আর রোডান

4) Per Capita income এ কোন রাজ্য প্রথম? উত্তর:: গোয়া

5)Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়?
উত্তর: money which comes easily goes easily

6) (NSSO) কোথায় অবস্তিত ?
উত্তর:ভারতে

7)FATHER OF Economics?
উত্তর:: Adam smith

8) WTO এর হেডকোয়ার্টার?
উত্তর:: জেনেভা

9) WTO এর পুরোনো নাম?
উত্তর:: GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়

10) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে?
উত্তর:: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

11) সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তর:: আই টি

12) মুদ্রাস্ফীতি কি কারণে হয়?
উত্তর:: ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস

13) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে?
উত্তর:: রত্ন ও অলংকারাদি থেকে

14) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর:: সারনাথ

15) ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল?
উত্তর:: 1991 সালে

16) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল?
উত্তর:: পঞ্চম পরিকল্পনা

17) Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
উত্তর:: ল্যাটিন

18) ‘Planned Economy for India’ বইয়ের লেখক?
উত্তর:: M Vishveshwar

19) ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে?
উত্তর:: সিকিম

20) RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে?
উত্তর:: বাঘ যা পূর্বে সিংহের স্কেচ ছিলো