wb school service | স্কুল সার্ভিস কমিশন ২২,৬৭৮ পদে শিক্ষক নিয়োগ পক্রিয়া শেষ করবে শিঘ্রই বিস্তারিত জানুন

স্কুল সার্ভিস কমিশন ২২,৬৭৮ পদে শিক্ষক নিয়োগ পক্রিয়া  শেষ করবে শিঘ্রই 

স্কুল সার্ভিস কমিশন ২২,৬৭৮ পদে শিক্ষক নিয়োগ পক্রিয়া  শেষ করবে শিঘ্রই  বিস্তারিত জানুন

এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সরকার অনুমোদিত ও পোষিত  স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে বক্তব্য পেশ  করেন। বলেন যে , আগামী মার্চ মাসের মধ্যেই স্কুলের সমস্ত স্তর মিলিয়ে আরও ২২ হাজার ৬৭৮টি শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

 দেখে নিন , কোন স্তরে কত নিয়োগ হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নিয়োগ হবে—
১) প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে ২২৪৩ জনের নাম সুপারিশ হবে। ১৬ জানুয়ারি, তালিকা প্রকাশ করে দেবে কমিশন। আগামী ২২, ২৪, ২৫ জানুয়ারি কাউন্সেলিং হবে। নিয়োগ হবে ফেব্রুয়ারির মধ্যেই।
২)  একাদশ-দ্বাদশ মোট  ৫৭১১   যার মধ্যে ইতিমধ্যে ৪৮৮৯ জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। ৮২২টি পদে এখনো নিয়োগ বাকি আছে |
৫) ইতিমধ্যে ১০৩৪ টি কর্মশিক্ষা শিক্ষক পদে |
৩) ১০৯৯ জন শারীরশিক্ষা শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।
৪) স্কুলগুলিতে ক্লার্ক পদে ২০১৩ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন, ৪৪টি সিট এখনো পূরণ হয়নি ।
৫) স্কুলে গ্রুপ ডি  ৩৮৪৭ জনের নিয়োগ হয়েছে , ১০৮ সিট এখনো পূরণ হয়নি ।
৬) নবম-দশম শ্রে্ণিতে ৬৫২৪ জন থেকে বেড়ে , ৬৩৮১ জনের নাম সুপারিশ হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই এই পদে নিয়োগ হয়ে যাওয়ার কথা।
৭) পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে মোট শূন্যপদ রয়েছে ১৩ হাজার ৮০, যার মধ্যে ১০% সংরক্ষণ থাকবে প্যারা-টিচারদের জন্য।