Gk In Bengali For All Competitive Exam

Gk In Bengali For All Competitive Exam 

Gk In Bengali For All Competitive Exam

বর্তমানে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে শিক্ষার হার আনুমানিক কত? 74%

বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়? 11 জুলাই

Bwn জলবায়ু নীচের কোনটি? উষ্ণ মরু জলবায়ু

মেঘ বিস্ফোরণ ” কি? ভারী বৃষ্টি

বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন? 90%

ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমান সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ

ভারতের মোট কটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? আট

ভেম্বুনাদ লেক একপ্রকার? কয়াল

ডানকান প্যাসেজ রয়েছে কাদের মধ্যে? দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান

পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ যে স্থানে অবস্থিত? নেপাল চীন সীমান্ত

সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ? উঃ অ্যানাবিনা , নস্টক

মহাড় আন্দোলন শুরু করেছিলেন – বি. আর. আম্বেদকর

বিজয় নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন – কৃষ্ণদেব রায়।

মারাঠী সংবাদপত্র ‘কেশরী’ শুরু করেছিলেন – বাল গঙ্গাধর তিলক।

সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন – লর্ড লিনলিথগো।

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট কিলিমাঞ্জারো।

উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট ম্যককিনেল।

পৃথিবীর বৃহত্তম অন্তরদেশীয় সমুদ্র হল- কাস্পিয়ান সাগর।

অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকা হল- মারে ডার্লিং।

বায়ু মন্ডলের শব্দ তরঙ্গ হল- অনুদৈর্ঘ্য তরঙ্গ।

মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে – হাইপোথ্যালামাস।

মানব দেহের ক্রোনিয়াল নার্ভের সংখ্যা – 12 জোড়া।

ড্রাই ক্লিলিং করতে ব্যবহৃত হয় – লুব্রিকেটিং ওয়েল।

ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ – কমে যায়।

অক্সান তন্তুর চারপাশ আবৃত থাকে – মায়োলিন সিদ দ্বারা ।

জলের তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত যন্ত্র হল- ভোল্টামিটার।

ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের – রোধ বেশি ও গলনাঙ্ক বেশি।

চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ন থাকে – ভিট্রিযাস হিউমার দ্বারা।

যে যন্ত্রের দ্বারা পরিবর্ত প্রবাহ সমপ্রাহে পরিনত হয় – ট্রানজিস্টর দ্বারা।

ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে নারী – পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে – নির্দেশমূলক নীতিতে।

রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন – রাজ্যপাল।

ভগত সিং ও রাজগুরুর ফাসি হয়েছিল – ২৩ শে মার্চ ১৯৩১।

যে ভেনিসীয় পর্যটক বিজয় নগর সাম্রাজ্যে এসেছিলেন – নিকোলা- দা-কান্টি।

পশ্চিমঘাট পর্বতের উত্তররাংশ যে নামে পরিচিত তাহল- সহ্যাদ্রি।

বিখ্যাত উপন্যাস ‘ One hundred years of solitude’ যার লেখা তিনি হলেন – গ্যাবিয়েল গার্সিয়া মার্কেজ।

জলের আপেক্ষিক তাপ হল-তিন চতুর্থাংশ।

যে অব্যাহত কারনের ফলে একটি কক্ষে শব্দের প্রতিধ্বনি হয় – প্রতিফলনের ফলে।

‘পো’ নদী যে দেশের উপর দিয়ে প্রবাহিত হয় – ইটালী।

‘সূর্য কিরন ষষ্ঠ’ হল – একটি সৌর শক্তি কেন্দ্র।
Gk In Bengali